আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের পক্ষ থেকে জেলা শহরে ট্রাফিকে যুক্ত পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার দের হাতে ছাতা সহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে ।এমনটাই জানা গেছে জেলা পুলিশের কাছ থেকে শুক্রবার বিকেল ছটা নাগাদ। আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষে মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি জানিয়েছেন পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার দের হাতে। বর্ষা আসন্ন তাছাড়া প্রচন্ড রৌদ্র। প্রচন্ড গরমে ট্রাফিক এ ডিউটি করতে খুব অসুবিধা হয় কর্মরত কর্মীদের। তাই তাদের হাতে সানগ্লাস ছাতা সহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয় নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করার জন্য। তাছাড়া অতিরিক্ত রুদ্রের দরুন সানস্ট্রোক হতে পারে। তাই তাদেরকে ছাতা দেওয়া হয়েছে।
Alipurduar: পুলিশ সুপারের নির্দেশে ট্রাফিক পুলিশদের বিভিন্ন সরঞ্জাম প্রদান
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper