গরম পড়তে (Alipurduar) না পড়তেই প্রতিবছর আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকে প্রাদুর্ভাব হয় পতঙ্গ বিশেষ করে মশা বাহিত ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতন মারন ব্যাধি। আলিপুরদুয়ার জেলা প্রশাসন পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে জেলার বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু করেছে পতঙ্গ নাশক ওষুধ ছড়ানোর কাজ। পাশাপাশি এই রোগ প্রতিরোধে কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করতে হবে সে বিষয়ে প্রচারের মাধ্যমে জন সাধারনকে সচেতন করা হচ্ছে। জমা নোংরা জল হলো মশার আতুরঘর। সেকারনে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও জল জমতে না দেওয়া, রাতে মশারি খাটিয়ে ঘুমানো এসব পরামর্শ বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এর প্রতিনিধিরা।
Alipurduar: পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগ জেলার বিভিন্ন ব্লকে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper