প্রধানমন্ত্রী আবাস যোজনায় সীমাহীন দূর্নীতি চলছে কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতে এই অভিযোগ তুলে কুমারগ্রাম বিডিও দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল বাম্পন্থীরা। বিক্ষোভকারীরা জানান কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় সীমাহীন দূর্নীতি চলছে। প্রকৃত প্রাপকরা আবাস যোজনার গৃহ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এই দূর্নীতি দূর করে প্রকৃত প্রাপকরা যাতে ঘর পান সেই উদ্দ্যেশ্যে গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইকিং করে গ্রাম সংসদ সভা ডেকে গৃহ প্রাপকদের নামের তালিকা প্রস্তুত করার দাবী জানিয়ে এই বিক্ষোভ এবং বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়েছে। বিডিও মিহির কর্মকার জানান বিষয়টি নিয়ে তিনি গ্রাম পঞ্চায়েত এর সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় সীমাহীন দূর্নীতির বিরুদ্ধে ক্ষোভ বামেদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার