আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রায়ডাক গ্রাম পঞ্চায়েতের (Alipurduar)অন্তর্গত কার্তিকা গ্রামে বিশুদ্ধ পানীয় জল (Alipurduar) প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। শুক্রবার দুপুরে আয়োজিত পানীয় জল প্রকল্পের কাজের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়ডাক গ্রাম পঞ্চায়েত প্রধান অরুনা লাকড়া, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যান সমিতির কর্মাধ্যক্ষ জুলি লামা সহ এলাকার বিশিষ্টজনেরা। সভাধিপতি শীলা দাস সরকার জানান কার্তিকা সহ লাগোয়া এলাকায় জলের সমস্যা রয়েছে। বাসিন্দারা এই সমস্যা দূর করার জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলেন। তাদের দাবীকে মান্যতা দিয়ে এদিন পানীয় জল প্রকল্পের কাজের শুভ সূচনা করা হলো। প্রকল্পটি রূপায়িত হলে এলাকার কয়েক হাজার মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবেন। তাদের দীর্ঘদিনের সমস্যা দূর হবে। (Alipurduar)জেলা পরিষদ ও জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের সহায়তায় প্রকল্পটি রূপায়িত হবে। বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশী এলাকাবাসী।
Alipurduar: বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন সভাধিপতি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার