আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চীবাজার এলাকায় রায়ডাক দুই নম্বর নদীভাঙ্গন পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। সোমবার পরিদর্শন শেষে সাংসদ জানান এদিন নদী ভাঙ্গন কবলিত কাঞ্চীবাজার এলাকায় পরিদর্শন করে তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে ও গ্রাম পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্যের সাথে ভাঙ্গন পরিস্থিতি নিয়ে কথা বলেন। আসন্ন বর্ষার মরশুমের আগেই এলাকার জনসাধারনের জমি জিরেত সহ বাড়িঘরকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে এলাকাবাসীকে আস্বাস দেন সাংসদ।
Alipurduar: রায়ডাক দুই নম্বর নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন সাংসদ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper