আলিপুরদুয়ার (Alipurduar) শহরে সরকারিভাবে প্রস্তাবিত একটি সুইমিং পুলের স্থান পরিদর্শন করলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল, তার সাথে ছিলেন স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর অরূপা রায় ও অন্যান্যরা। (Alipurduar) বিধায়ক জানান আলিপুরদুয়ার শহরের মায়া টকিজ নামে একটি সিনেমা হল যেটি দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে পড়ে আছে সেই সিনেমা হলের জমিটি পরিদর্শন করেন। এখানে প্রস্তাবিত সুইমিং পুলের জন্য প্রয়োজনীয় জমি রয়েছে বলেও তিনি জানান। জমিটির সীমানা নির্ধারণের জন্য ভূমি সংস্কার আধিকারিককে এবং পৌরসভাকে বলা হয়েছে। সব কিছু ঠিকঠাকভাবে মিটে গেলে এবছরের শেষের দিকে কাজ শুরু হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সুইমিংপুল নির্মানের কাজ বাস্তবায়িত হলে জেলার শিশু কিশোর সহ যুবক যুবতীরা সাঁতার এর প্রশিক্ষন নিতে পারবে। অনেকের ইচ্ছা থাকলেও এতদিন তারা সুইমিং পুলের অভাবে সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলো বলেও মন্তব্য করেন বিধায়ক।
Swimming pool Alipurduar: আলিপুরদুয়ার শহরে প্রস্তাবিত সুইমিং পুলের স্থান পরিদর্শন করলেন বিধায়ক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার