সোমবার (Alipurduar) শামুকতলা থানার অন্তর্গত কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চোলাই বাজেয়াপ্ত করল আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেল। জানা গিয়েছে, এদিন শামুকতলা বাজার, ধোওলাঝোরা চা-বাগান, কোহিনুর চা-বাগান, লোকনাথপুর, তুরতুরি, কার্তিকা, ময়নাবাড়ি এলাকায় আবগারি বিভাগ অভিযান চালায়। ওই অভিযানে মোট ৪০ লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়। অভিযানে নেমে কাউকে গ্রেফতার করতে পারেনি আবগারি বিভাগ। তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
Alipurduar: শামুকতলায় আবগারি বিভাগের অভিযানে বাজেয়াপ্ত চোলাই
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার