Breaking News

Alipurduar: শামুকতলা থানা এলাকায় আবগারি দপ্তরের অভিযান 

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: শামুকতলা থানা এলাকায় আবগারি দপ্তরের অভিযান কুমারগ্রাম (Alipurduar) সার্কেলের আবগারি দপ্তরের পক্ষ থেকে শামুকতলা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই তৈরির উপকরণ নষ্ট করলেন আবগারি দপ্তরের কর্মীরা এমনটাই জানিয়েছেন আবগারি দপ্তরের কর্মকর্তা বৃহস্পতিবার রাত আটটা নাগাদ।‌ এদিন শামুকতলার রাভা বস্তি ধওলাঝোড়া চা বাগান কোহিনুর চা বাগান কাঞ্জালি বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই উদ্ধার করলেন । ১০০০ লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করে দিয়েছেন তারা। এছাড়াও আটটি অ্যালুমিনিয়ামের হাড্ডি তারা উদ্ধার করে নিয়ে গেছেন তাদের কার্যালয়ে। ‌ বৃহস্পতিবার বেলা ২ টা থেকে তাদের অভিযান শুরু হয়। রাত পর্যন্ত চলে তাদের অভিযান। অভিযান লাগাতার ভাবে চলবে জানিয়েছেন আবগারি দপ্তরের কর্মকর্তা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।