৭৩ টি ক্লাবের (Alipurduar)কর্মকর্তাদের হাতে দুর্গা পূজার ৮৫ হাজার টাকার চেক তুলে দিলেন শামুকতলা থানার পুলিশ রবিবার দুপুর একটা নাগাদ। এদিন শামুকতলা থানার ওসি জগদীশ রায় এর কক্ষে শামুকতলা থানা এলাকার বিভিন্ন পূজো কমিটির কর্মকর্তাদের হাতে চেক তুলে দিলেন শামুকতলা থানার ওসি জগদীশ রায়, শামুকতলা রোড ফাঁড়ির ওসি সুমিষ্ট বর্মন, শামুকতলা থানার অধীন ভাটিবাড়ী ফাঁড়ির ওসি দীপায়ন সরকার। চেক হাতে পেয়ে খুশি পুজো কমিটির উদ্যোক্তারা।
Alipurduar: শামুকতলা থানা এলাকায় চেক বিলি করলেন পুলিশ
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার