আগামী কাল শনিবার পুজো কার্নিভাল(puja carnival)অনুষ্টিত হচ্ছে আলিপুরদুয়ার শহরে। এই নিয়ে আজ বৈঠক আয়োজিত হল। এমনটাই জানা গেছে আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ করের কাছ থেকে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। এদিন বৈঠক শেষে আলিপুরদুয়ার পৌরসভা চেয়ারম্যান জানান আগামীকাল কার্নিভাল কিন্ত সময় একটু এগিয়ে আনা হয়েছে। বিকেলের পরিবর্তে সবাইকে দুপুর দুটো নাগাদ আসতে বলা হয়েছে। কেননা বিকেলে দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। উল্লেখ্য বেশ কয়েকদিন যাবত জল্পনা চলছে আলিপুরদুয়ারে কার্নিভাল কবে হবে তাই নিয়ে। অবশেষে জল্পনার অবসান হল শুক্রবার বিকেলে।
puja carnival: শনিবারে আলিপুরদুয়ারে পুজো কার্নিভাল
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper