সংরক্ষিত (Alipurduar) বনাঞ্চলের ভেতরে জ্বালানী কাঠ সংগ্রহ৷ করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে শনিবার দুপুরে বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ভল্কা রেঞ্জের বারোবিশা বিটের সংরক্ষিত বনের ভিতরে জ্বালানী কাঠ সংগ্রহে যান বনাঞ্চল লাগোয়া বারোবিশা গ্রামের চারজন। এরা হলেন বিকাশ দাস, শুক্লা দাস, মনসা বর্মন ও রত্না বর্মন। এদের মধ্যে মনসা ও রত্না শনিবার সন্ধ্যায় জ্বালানী কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরে এলেও বিকাশ ও শুক্লা বাড়ি ফিরে আসেননি। মনসা ও রত্নার মাধ্যমে এখবর পেয়ে বিকাশ ও শুক্লার বাড়ির লোক জন পাড়া প্রতিবেশী সহ বারোবিশা বিট অফিসে গিয়ে ঘটনা জানালে বন করফমীরা সকলকে নিয়ে জঙ্গকে নিখোঁজ বিকাশ ও শুক্লার সন্ধান চালান। সন্ধ্যার পর বিকাশ বাড়ি ফিরে এলেও খোঁজ মেলেনি শুক্লার। রবিবার কুমারগ্রাম থানার পুলিশ, ভল্কা রেঞ্জের রেঞ্জার প্রভাত কুমার বর্মন বন কর্মীদের নিয়ে বন দপ্তরের স্নিফার ডগ সহ গ্রামবাসীদের নিয়ে শুক্লার সন্ধান চালিয়ে ও সন্ধান পাননি। সোমবার সকালে জঙ্গল লাগোয়া এলাকার একটি ছোট চা বাগানে একটি গাছ থেকে বিকাশের দেহ ঝুলতে দেখে গ্রামবাসীরা খবর দেন পুলিশ ও বন দপ্তরে। খবর পেয়ে বারোবিশা ফাঁড়ির পুলিশ ও বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকাশের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠান। বিকাশের ঝুলন্ত দেহ উদ্ধার ও নিখোঁজ শুক্লার সন্ধান না পাওয়ার ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনি রহস্যের গন্ধ ও রয়েছে বলে অনুমান পাড়া পড়শী সহ পুলিশের। পুলিশ রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
Alipurduar: সংরক্ষিত বনাঞ্চলে জ্বালানী কাঠ সংগ্রহে গিয়ে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper