বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

Alipurduar: সরকারি নির্দেশ এর পর নড়েচড়ে বসলো প্রশাসন, অসম বাংলা সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলু পেঁয়াজের গাড়ি

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: সরকারি নির্দেশ এর পর নড়েচড়ে বসলো প্রশাসন, অসম বাংলা সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলু পেঁয়াজের গাড়ি রাজ্যে আলু ও পেঁয়াজ এর দাম (Alipurduar)বেড়েই চলেছে প্রতিদিন। রাজ্য সরকার আলু ও পেঁয়াজ এর দাম নিয়ন্ত্রনে আনার জন্য সম্প্রতি নবান্নে একটি বৈঠক করেন। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে ঘোষণা করেন রাজ্যের চাহিদা না মিটলে রাজ্য থেকে আলু পেঁয়াজ ভিন রাজ্যে পাঠানো যাবেনা। এই নির্দেশ এর পর বুধবার রাত থেকে অসম বাংলা সীমানায় একত্রিশ /সি জাতীয় সড়কে তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট থানার অধীন ভাঙ্গাপাকড়ি নাকা পয়েন্টে আটকে দেওয়া হচ্ছে রাজ্য থেকে আলু পেঁয়াজ নিয়ে উত্তরাঞ্চলের রাজ্য গুলিতে যাওয়া ট্রাক। বুধবার রাত থেকে নাকা পয়েন্টে আটকে দেওয়া হয়েছে প্রচুর ট্রাক। শিলিগুড়ি থেকে বীজ আলু বোঝাই করে ইম্ফলের উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন মনোদেব দাস। তিনি জানান বুধবার রাত থেকে তার ট্রাক আটকে রাখা হয়েছে। পাঞ্জাব থেকে আলু বোঝাই করে গৌহাটি যাচ্ছিলেন ফৈয়াজ আহমেদ তার গাড়িও আটকে রাখা হয়েছে, বিহার থেকে বলিরাম কুমার পেঁয়াজের গাড়ি নিয়ে গৌহাটি যাচ্ছিলেন তার গাড়ীও নাকা পয়েন্টে আটকে রাখা হয়েছে। এছাড়াও অন্যান্য আটকে পড়া গাড়ির চালকরা জানান নাকা পয়েণ্টের পুলিশ তাদের আটকে রেখে জানিয়েছে সরকারি নির্দেশে তাদের আটকে রাখা হয়েছে। কোনো আলু বা পেঁয়াজ এর গাড়ি এরাজ্য থেকে ভিন রাজ্যে যাবেনা। পরবর্তী নির্দেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে চালকদের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।