আলিপুরদুয়ার (Alipurduar) জেলার দমনপুর এর সেন্ট্রাল স্কুল চত্বর থেকে বুধবার উদ্ধার হয় একটি দশ ফুট লম্বা পাইথন সাপ। জানা গেছে স্থানীয় বাসিন্দারা সাপটিকে দেখতে পান। সাপ দেখতে অনেক মানুষ ভীড় জমান। তাদের মধ্যে এক যুবক সাপটিকে উদ্ধার করে দমনপুর এলাকার ঘন জঙ্গলে ছেড়ে দেন।
Alipurduar: স্কুল চত্বর থেকে উদ্ধার দশ ফুট লম্বা পাইথন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার