শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: স্কুলের এসি মেশিন থেকে ধোঁয়ায় ভরে গেল স্কুল

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: স্কুলের এসি মেশিন থেকে ধোঁয়ায় ভরে গেল স্কুলআলিপুরদুয়ার জংশন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের (Alipurduar) ঘটনা। জানা যায়, পূজার ছুটি চলছে সিবিএসসি বোর্ডের এই বিদ্যালয়ে। যদিও অফিসিয়াল কাজে উপস্থিত হতেই হয় ক্লার্ক ছাড়াও প্রিন্সিপালকে। তারাও উপস্থিত ছিলেন। কিন্তু আচমকাই প্রিন্সিপালের বন্ধ ঘর থেকে বেড়িয়ে আসা ধোয়ায় ভরে যায় স্কুল চত্বর। যদিও আগুনের কোনো ফুলকি বা দৃশ্য চোখে পড়েনি। সাথে সাথেই উপস্থিত স্কুল স্টাফরা খবর পাঠায় দমকল কেন্দ্রকে। আলিপুরদুয়ার দমকলের একটি ইঞ্জিন এসে ধোয়ার উৎস খোঁজা শুরু করেন। বন্ধ অন্ধকার ঘরে যা ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। অপরদিকে, বন্ধ একটি রুমের তালা কেটে খোলা হয় দরজা। এরপর দেখাযায়, প্রিন্সিপালের রুমের এসি মেশিন থেকে শর্ট-সার্কিট হয়ে ধোয়ার উৎস । সেখানে অগ্নি নার্বাপক ফোম-স্প্রে করে নিয়ন্ত্রনে আনে দমকল কর্মীরা। যদিও এসি মেশিন ছাড়া কোনোরকম ক্ষয় ক্ষতির খবর নেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।