Breaking News

Alipurduar: সেতু নির্মানের দাবিতে বিক্ষোভ চা শ্রমিকদের

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: সেতু নির্মানের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদেরআলিপুরদুয়ার জেলার ( Alipurduar) বীরপাড়া মধু বাগানে যাতায়াতের মুল রাস্তায় একটি সড়ক সেতু নির্মানের দাবিতে শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো মধু চা বাগানের শ্রমিকরা। তারা জানান মাস খানেক আগে মধু চা বাগানে যাতায়াতের রাস্তায় একটি সেতু বর্ষার সময় ভেঙ্গে যায়। সেতুটি ভেঙ্গে যাওয়ায় চা বাগান ও লাগোয়া এলাকার মানুষজন যাতায়াতের সমস্যায় পড়েন। কোনো মুমূর্ষু রোগীকে হাসপাতাল নিয়ে যেতে হলেও সমস্যা কারন সেতু ভাঙ্গা থাকায় এম্বুলেন্স প্রবেশ করতেপারেনা। তারা আরও জানান সেতুটি আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে নির্মিত হয়েছিলো। সেতু ভেঙ্গে যাবার পর থেকেই তারা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে বার বার সেতু নির্মানের দাবি জানালেও কাজ হয়নি। একারনেই এদিন পথ অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। দীর্ঘক্ষন বিক্ষ চলার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে সেতু নির্মানের বিষয়ে আস্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।