রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Alipurduar) এর উদ্যোগে ও আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও আলিপুরদুয়ার পৌরসভার সহায়তা এবং ব্যবস্থাপনায় আলিপুরদুয়ার পৌরসভার হলঘরে সোমবার থেকে শুরু হলো শিল্পের সমাধানে এম এস এম ই শিবির। এই কর্মসূচি চলবে চলতি মাসের কুড়ি তারিখ পর্যন্ত। এই শিবিরের মূলকথা শিল্পের সমাধানে শিল্পোদ্যোগীদের দুয়ারে প্রশাসন। উদ্দ্যেশ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে উদ্যোগীদের উৎসাহিত করা। জানা গেছে রাজ্যের প্রতিটি ব্লক, পৌরসভা ও পৌরনিগম এলাকায় ছয়দিনের শিবির করা হবে। শিবির গুলিতে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ বস্ত্র শিল্প মন্ত্রকের প্রতিনিধিগন। শিবিরে শিল্পোদ্যোগীদের শিল্প স্থাপনে বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি প্রশিক্ষন ও দক্ষতার উন্নয়নে সহায়তা প্রদান করা হবে যাতে তারা শিল্প স্থাপনে উৎসাহ বোধকরেন। আলিপুরদুয়ার পৌর হলঘরে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিত কর, ভাইস চেয়ারম্যান মাম্পী অধিকারি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
Alipurduar: শিল্পের সন্ধানে এম এস এম ই শিবির আলিপুরদুয়ারে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার