Breaking News

Alipurduar: সিম প্রতারণা কান্ডে গ্রেপ্তার কামাখ্যাগুড়ির ব্যবসায়ী

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: সিম প্রতারণা কান্ডে গ্রেপ্তার কামাখ্যাগুড়ির ব্যবসায়ীমোবাইলের (Alipurduar) সিম প্রতারণার অভিযোগে কামাখ্যাগুড়ির ব্যবসায়ী তন্ময় সাহাকে গ্রেফতার করে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়েছে শামুকতলা থানার পুলিশ এমনটাই জানিয়েছেন শামুকতলা থানার ওসি জগদীশ রায়। পুলিশ সূত্রে জানা গেছে তন্ময় সাহা সিম বিক্রি করেন। গ্রাহকরা তার কাছ থেকে সিম আনতে গেলে গ্রাহকদের নামে একাধিক সিম তিনি একটিভ করেন। এর ফলে প্রকৃত গ্রাহকের সিম অন্য গ্রাহকের কাছে বিক্রি করে দেন মোটা টাকা তার আয় হয়। ‌ অন্যদিকে কোন অপরাধ মূলক কাজ হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের হলে নিরীহ গ্রাহক বিপাকে পড়েন। বেশ কয়েকটি অভিযোগ হয় সাইবার ক্রাইমে। এর পরেই তদন্ত শুরু হয় পুলিশের। প্রাথমিক তদন্তে নেমে শামুকতলার দুইজনকে গ্রেফতার করা হয়েছিল আগেই। মঙ্গলবার সকালে কামাখ্যাগুড়ির ব্যবসায়ী তন্ময় সাহাকে গ্রেফতার করে পুলিশ ‌ প্রতারণা করে সিম বিক্রি করার জন্য। ‌আদালত থেকে তাকে পুলিশ রিমান্ডে আনা হয়েছে জানিয়েছেন ওসি জগদীশ রায়। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।