বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

Alipurduar: সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তের বানেশ্বরজোতে স্বচ্ছ পানীয় জল প্রকল্পের উদ্বোধন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, ফাঁসীদেওয়া

Alipurduar: সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তের বানেশ্বরজোতে স্বচ্ছ পানীয় জল প্রকল্পের উদ্বোধন সীমান্ত রক্ষী বাহিনীর (Alipurduar) একশো ছিয়াত্তর নম্বর ব্যাটালিয়ন এর উদ্যোগে সোমবার ভারত বাংলাদেশ সীমান্তের ফাঁসীদেওয়া ব্লকের বানেশ্বরজোত গ্রামে উদ্বোধন হলো স্বচ্ছ পানীয় জল প্রকল্পের। প্রকল্পের উদ্বোধন করেন সীমান্ত রক্ষী বাহিনীর আই জি এস কে শর্মা। উপস্থিত ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর একশো ছিয়াত্তর নম্বর ব্যাটালিয়ন এর ইন্সপেক্টর সঞ্জয় পন্থ, কমানডেন্ট সুজিত কুমার দাস সহ অন্যান্যরা। জানা গেছে এই প্রকল্প থেকে সীমান্ত এলাকার দশ বারোটি গ্রামের বাসিন্দারা চব্বিশ ঘন্টা আর্সেনিক ও আয়রণ মুক্ত পানীয় জলের পরিষেবা পাবেন। সীমান্ত রক্ষী বাহিনীর এই উদ্যোগে খুশী সীমান্ত এলাকার বাসিন্দারা পাশাপাশি তারা সাধুবাদ জানিয়েছেন সীমান্ত রক্ষী বাহিনীর এই উদ্যোগকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।