শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Leopard: আলিপুরদুয়ার শহর লাগোয়া ভোলারডাবড়িতে লেপার্ডের আতঙ্ক, ট্র‍্যাপ ক্যামেরা বসালো বন দপ্তর

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Leopard: আলিপুরদুয়ার শহর লাগোয়া ভোলারডাবড়িতে লেপার্ডের আতঙ্ক, ট্র‍্যাপ ক্যামেরা বসালো বন দপ্তরআলিপুরদুয়ার (Leopard) শহর লাগোয়া ভোলারডাবড়ি এলাকায় লেপার্ডের আতঙ্ক, বন দপ্তরের পক্ষ থেকে বসানো হলো ট্র‍্যাপ ক্যামেরা। গ্রামবাসীরা জানান কদিন ধরেই রাতে তারা বাড়ি ঘরের পেছনে শব্দ শুনতে পাচ্ছেন আর সকাল হলেই দেখছেন বাড়ির কুকুর বা রাস্তার কুকুরগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে, কয়েকদিনে এভাবে দশ বারোটি কুকুর অদৃশ্য হয়ে গিয়েছে। রবিবার এলাকার বিভিন্ন স্থানে এক অজানা জন্তুর পায়ের ছাপ নজরে আসে গ্রামবাসীদের। মাটিতে পায়ের ছাপ দেখে তাদের মনে হয় এটি লেপার্ডের পায়ের ছাপ। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। খবর দেওয়া হয় বন দপ্তরের দমনপুর বিভাগে। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ও পায়ের ছাপ ও পারিপার্শ্বিক সব কিছু দেখে তারাও গ্রামে লেপার্ডের উপিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। জন্তুটির সম্পর্কে নিশ্চিত হবার জন্য বন কর্মীরা এলাকায় ট্র‍্যাপ ক্যামেরা বসিয়ে নজরদারি চালাচ্ছেন এলাকায়। পাশাপাশি গ্রামবাসীদের সতর্ক থাকারও পরামর্শ দিচ্ছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী জানান এলাকায় লেপার্ডের আতঙ্ক ছড়িয়েছে, বন কর্মীরা নজরদারি চালানোর পাশাপাশি খাঁচা পেতে জন্তুটিকে ধরবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জন্তুটি ধরা না পর্যন্ত গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ বজায় থাকবে। বন কর্মীরা চেষ্টা করছেন জন্তুটিকে পাকড়াও করতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।