সান ফ্লাওয়ার ( Alipurduar ) দিয়ে নেশা করার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন তিনজন তাদের বাড়ি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার সন্ধ্যায় তিনজনকে সানফ্লাওয়ার সহ গ্রেফতার করেছে শামুকতলা থানার পুলিশ। বুধবার তাদের আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। এদিকে একটু বেসরকারি সূত্রে জানা গেছে শামুকতলা থানার বিভিন্ন এলাকায় নেশা দ্রব্যের কারবার চলছে রমরমা। ব্যবসায়ী থেকে শুরু করে নেশাদ্রব্য গ্রহণের ব্যক্তির সংখ্যাও দিনের দিন বেড়েই চলেছে। সূত্রের খবর শামুকতলা থানার যশোডাঙ্গা এলাকায় রমরমা ব্যবসা চলছে সানফ্লাওয়ার সহ বিভিন্ন নেশাদ্রব্যের। মাঝেরডাবড়ীতে ব্রাউন সুগার গাঁজা জাল টাকা কফ সিরাপ ধরা পড়ার পর ব্যবসায়ীরা স্থান পরিবর্তন করে যশোডাঙ্গায় ঘাঁটি গেড়েছেন।
Alipurduar: সানফ্লাওয়ার দিয়ে নেশা, গ্রেপ্তার তিন ,পাঠানো হলো আদালতে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper