আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় ফের বন্ধ হয়ে গেলো একটি চা বাগান। বুধবার রাতে সাসপেনসন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান ছেড়ে চলে গেলেন মালিক পক্ষের লোকজন। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন চা বাগানের ফ্যাক্টরি গেটে তালা লাগানো ও সাসপেনসন অফ ওয়ার্কের নোটিশ ঝুলছে। বাগান বন্ধের নোটিশ দেখে হতাশ হয়ে পড়েন শ্রমিকরা। কোচবিহার আলিপুরদুয়ার চা বাগান মজদুর ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় বাগান বন্ধের ফলে তেরশো শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। বাগান বন্ধ হওয়ায় এই শ্রমিক পরিবারগুলি দুর্দশায় পড়বে কারন চা বাগানে কাজ নেই আবার পঞ্চায়েতে ও কাজ নেই। তাদের দাবি সরকার দ্রুত চা বাগান খোলার ব্যবস্থা গ্রহন করে বিপন্ন শ্রমিক পরিবার গুলির পাশে দাঁড়াক।
Alipurduar: সাসপেনসন অফ ওয়ার্ক নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে গেলেন মালিকপক্ষ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার