Breaking News

Alipurduar: তক্ষক তুলে দিল বনদপ্তরের হাতে আলিপুরদুয়ার পুলিশ

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: তক্ষক তুলে দিল বনদপ্তরের হাতে আলিপুরদুয়ার পুলিশ আলিপুরদুয়ার জেলা পুলিশের (Alipurduar) পক্ষ থেকে উদ্ধার হওয়া তক্ষক বনদপ্তরের কর্মকর্তাদের হাতে তুলে দিলেন এমনটাই জানা গেছে জেলা পুলিশের কাছ থেকে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ। ‌ বুধবার আলিপুরদুয়ার থানার চাপড়েরপাড় দুই গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকায় নারায়ণ কর্মকার নামে এক ব্যক্তি তার বাড়ির একটি গাছ কাটেন। ‌ সেই গাছ থেকেই উদ্ধার হয় একটি তক্ষক। বুধবার তক্ষক উদ্ধার করে তিনি বাড়িতেই রেখে দেন। বৃহস্পতিবার তক্ষক এর বিষয়টি ভিলেজ পুলিশের কানে আসার পরেই তিনি বিষয়টি আলিপুরদুয়ার জেলা পুলিশকে জানান। আলিপুরদুয়ার থানার পুলিশ এসে গোলাবাড়ি নারায়ণ কর্মকারের বাড়ি থেকে সেটিকে উদ্ধার করে আলিপুরদুয়ার থানায় নিয়ে যান। আলিপুরদুয়ার থানার পুলিশ বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন কর্মীদের হাতে তুলে দেয়। ‌ বনকর্মীরা অক্ষত অবস্থায় তক্ষক টিকে উদ্ধার করে বক্সার জঙ্গলে ছেড়ে দিয়েছে এমনটাই জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।