পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরনায় ও অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের উদ্যোগে ও কুমারগ্রাম ব্লক প্রশাসনের সহায়তায় শনিবার কুমারগ্রাম চা বাগানের হাসপাতাল মাঠে উদ্বোধন হল জয় জোহার মেলা। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা এই মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার, কুমারগ্রাম থানার আই সি বাসুদেব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। জানা গেছে এই মেলা চলবে ত্রিশে জানুয়ারি পর্যন্ত। মেলায় আদিবাসী সমাজের বিভিন্ন কৃষ্টি, শিল্পকলা, হাতের কাজ সহ বিভিন্ন রকম প্রদর্শনী থাকবে। মঞ্চে পরিবেশিত হবে আদিবাসী সমাজের নৃত্য, সঙ্গীতানুষ্ঠান।
Jai Johar Mela Alipurduar: কুমারগ্রামে উদ্বোধন হলো তিনদিনের জয় জোহার মেলা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper