তৃণমুলের রাজ্য কমিটির নির্দেশে ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হবে। ষোলোই অক্টোবর আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বিজয়া সম্মিলনী আয়োজিত হবে। জানা গেছে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের রাজ্য নেত্রী এবং প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। বিজয়া সম্মিলনী সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে কামাখ্যাগুড়ি হাই স্কুলে অনুষ্ঠিত হয় কুমারগ্রাম ব্লক তৃণমুল কংগ্রেসের উদ্যোগে এক প্রস্তুতি সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, কুমারগ্রাম ব্লক প্রশাসনের ধীরেশ চন্দ্র রায়, কুমারগ্রাম ব্লক আই এন টি টি ইউ সি সভাপতি শ্রী হরি নারজিনারি, দলের আলিপুরদুয়ার জেলা সহ সভাপতি দুলাল দে সহ অন্যান্যরা।
Alipurduar TMC: বিজয়া সম্মিলনীর প্রস্তুতি বৈঠক ব্লক তৃণমূলের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার