আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে উদযাপিত হল বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো তেত্রিশতম জন্ম জয়ন্তী । এদিন এই বীর শহীদের প্রতিকৃতিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন সহ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। ক্ষুদিরাম বসুর জীবনাদর্শ বিষয়ে বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক স্মৃতিকান্ত বর্মন। ছাত্র ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় দেশাত্মবোধক সঙ্গীত।
কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়ে উদযাপিত হলো বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম জয়ন্তী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার