শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যুক্ত মঞ্চের আহবানে (Alipurduar)শুক্রবার রাজ্যব্যাপী সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে যে ধর্মঘট ডাকা হয়েছে তার সমর্থনে মিছিল করলো বারোই জুলাই কমিটি। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে এই মিছিল আয়োজিত হয়। বারোই জুলাই কমিটির পক্ষ থেকে জানানো হয় বকেয়া মহার্ঘভাতা প্রদানের দাবিতে (Alipurduar) এই ধর্মঘটের ডাক দেওয়া হলেও আরও বেশ কিছু দাবি এই ধর্মঘটের মাধ্যমে রাখা হয়েছে। সেগুলি হলো স্বচ্ছতার সাথে সমস্ত শুন্য পদে কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, একশ দিনের কাজের বকেয়া মজুরি দ্রুত প্রদান, প্রকৃত কৃষকদের হিম ঘরে আলু রাখার বন্ড প্রদান এবং কুইন্টাল প্রতি আলুর দাম এক হাজার টাকা করা। এসব দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং এদিনের মিছিল থেকে ধর্মঘটকে সফল করার আহবান জানানো হয়েছে।
Alipurduar: শুক্রবার এর ধর্মঘট এর সমর্থনে বারোই জুলাই কমিটির মিছিল
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার