বনদপ্তরের বক্সা ব্যাঘ্র (Alipurduar) প্রকল্প পূর্ব বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের কর্মীরা গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে কুমারগ্রাম ব্লকের পূর্ব নারারথলি গ্রামে অভিযান চালিয়ে৷ একশো পাঁচ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার কররেন। বন কর্মীরা জানান দুষ্কৃতিরা জঙ্গল থেকে কাঠের গুড়ি গুলি কেটে নিয়ে আসে ও পূর্বনারারথলি গ্রামে জড়ো করে রাখে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কাঠের গুড়িগুলি উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বন কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের কর্মীরা।
Alipurduar: উদ্ধার একশো পাঁচ ঘনফুট চোরাই কাঠ, তদন্তে বন দপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার