Breaking News

Alipurduar: উদ্ধার একশো পাঁচ ঘনফুট চোরাই কাঠ, তদন্তে বন দপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: উদ্ধার একশো পাঁচ ঘনফুট চোরাই কাঠ, তদন্তে বন দপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জবনদপ্তরের বক্সা ব্যাঘ্র (Alipurduar) প্রকল্প পূর্ব বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের কর্মীরা গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে কুমারগ্রাম ব্লকের পূর্ব নারারথলি গ্রামে অভিযান চালিয়ে৷ একশো পাঁচ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার কররেন। বন কর্মীরা জানান দুষ্কৃতিরা জঙ্গল থেকে কাঠের গুড়ি গুলি কেটে নিয়ে আসে ও পূর্বনারারথলি গ্রামে জড়ো করে রাখে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কাঠের গুড়িগুলি উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বন কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের কর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।