Breaking News

Alipurduar: আন্ডার পাসে জল জমে থাকায় বিপাকে সাধারণ মানুষ

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আন্ডার পাসে জল জমে থাকায় বিপাকে সাধারণ মানুষআলিপুরদুয়ার ( Alipurduar)জেলার দক্ষিণ মাঝরডাবড়ি এলাকায় রেলওয়ে আণ্ডারপাসে বৃষ্টির জল জমে আছে । এতে সমস্যায় পড়তে হচ্ছে মাঝেরডাবড়ি এলাকার জনগণকে। আন্ডার পাসে জল জমে থাকায় চলাচল করতে অসুবিধা হচ্ছে। এই এলাকা থেকে আলিপুরদুয়ার যেতে হলে এই আণ্ডারপাস হয়ে যেতে হয়। জল জমে থাকায় খুব সমস্যা হচ্ছে টোটো চালকদের। অনেকেতো প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছে। সকাল থেকে স্থানীয়রা পাম্প দিয়ে এখান জল বের করছে যাতে চলাচলের সুবিধা হয়।আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার দক্ষিণ মাঝিরডাবড়ি এলাকায় রেলওয়ে আণ্ডারপাসে বৃষ্টির জল জমে আছে এতে সমস্যায় পড়তে হচ্ছে মাঝিরডাবড়ি এলাকার জনগণকে। আণ্ডারপাসে জল জমে থাকায় চলাচল করতে অসুবিধা হচ্ছে। এই এলাকা থেকে আলিপুরদুয়ার যেতে হলে এই আণ্ডারপাস হয়ে যেতে হয়। জল জমে থাকায় খুব সমস্যা হচ্ছে টোটো চালকদের। অনেকেতো প্রাণের ঝুঁকি রেললাইন পারাপর করছে।

সকাল থেকে স্থানীয়রা পাম্প দিয়ে এখান জল বের করছে যাতে চলাচলের সুবিধা হয়। তবে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে এই আন্ডারপাস নিয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।