শামুকতলা থানা (Alipurduar) এলাকার ১ যুবতীকে অ্যাসিড জাতীয় গরম তরল ঢেলে দেওয়ার অভিযোগে দক্ষিণ থানুপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ জানা গেছে অভিযুক্তকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ২৫ দিন আগে রাতের অন্ধকারে যুবতীর বাড়িতে ঢুকে যুবতীর মুখে অ্যাসিড জাতীয় গরম তরল ঢেলে দিয়ে পালিয়ে ছিলেন ৫৮ বছর বয়স্ক সুশীল দাস। তার বাড়ি শামুকতলা থানার দক্ষিণ থানুপাড়া এলাকায়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছিল । যুবতীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল ভাটিবাড়ী পুলিশের কাছে। ভাটিবাড়ী পুলিশ ফাড়ির ওসি দীপায়ন সরকার জানিয়েছেন অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল এতদিন। গোপন খবরের ভিত্তিতে তাকে শামুকতলা থানার দক্ষিণ থানু পাড়া এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা শুরু করা হয়েছে।
Alipurduar: যুবতীর গায়ে অ্যাসিড জাতীয় তরল ,গ্রেপ্তার বৃদ্ধ
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper