আলিপুরদুয়ার (Alipurduar) জেলার দলসিংপাড়া চা বাগানে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে যুবতীর সাথে এক যুবকের সম্পর্ক গড়ে উঠেছিলো। কিছুদিন যাবৎ সম্পর্কে টানাপোড়েন চলছিলো। মঙ্গলবার সকালে যুবতী বাড়ি থেকে বের হয়ে বিকেল গড়িয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন পুলিশের দ্বারস্থ হন। পুলিশ গভীর রাতে দলসিংপাড়া চা বাগান থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার করে। পরিবারের লোকজনের অভিযোগ প্রেমিক যুবক যুবতীকে খুন করেছে। অভিযুক্তের শাস্তির দাবিতে পরিবারের সদস্যরা ও এলাকার বাসিন্দারা বুধবার এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
Alipurduar: যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দলসিংপাড়া চা বাগানে, অভিযুক্তের শাস্তির দাবিতে পথ অবরোধ বাসিন্দাদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper