সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি মাসের আট তারিখ সভা করতে আসছেন আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বাবুরহাট ফুটবল ময়দানে। (TMC) এই সভাকে সফল করার লক্ষ্যে কুমারগ্রাম ব্লক তৃণমূল এর উদ্যোগে সোমবার বারোবিশা ব্যবসায়ী সমিতির হলঘরে আয়োজিত হয় এক প্রস্তুতি সভা।সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল দে, জেলা সম্পাদক বিপ্লব নার্জিনারি, কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায়, মহিলা তৃণমূল এর জেলা নেত্রী শিলা দাস সরকার সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব এবং দলের শাখা সংগঠনের নেতৃত্ব। তৃনমুলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছেন। তার সভাকে সফল করার লক্ষ্যে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে ও কিছু পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সভা শেষে দলীয় কর্মীদের একটি মিছিল আয়োজিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।
TMC: সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভাকে সফল করার লক্ষ্যে ব্লক তৃণমূলের প্রস্তুতি সভা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper