শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Amta murder: তৃণমূল কর্মীর মৃত্যুতে উত্তপ্ত আমতা ,খুনের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Amta murder: তৃণমূল কর্মীর মৃত্যুতে উত্তপ্ত আমতা ,খুনের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে যখন চলছে আবাস যোজনার দুর্নীতি ,জেলে যখন রয়েছেন শিক্ষা দপ্তরের একাধিক তৃণমূলের নেতারা ,এই পরিস্থিতিতে রাজ্যে বিরোধীরা বলছে চোর ধরো জেল ভরো ,এরই মধ্যে সামনে পঞ্চায়েত ভোট ।সেই পঞ্চায়েত ভোটের দিন এখনো ঘোষণা হয়নি। তার আগেই খুন হলেন আমতার তৃণমূল এক নেতা। ঘটনাটি আমতা থানার চন্দ্রপুর পঞ্চায়েতের চাটরা মোল্লাপাড়ায়। মৃত ব্যক্তির নাম লাল্টু মিদ্যা (৩৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাত আটটা নাগাদ টোটো চালক লাল্টু বাড়ি ফেরে। তারপর সে বাড়ির কিছুটা দূরে বন্ধুদের সাথে আগুন পোহাচ্ছিল। তারপর আর রাতে বাড়ি ফেরেনি। রবিবার সকালে বাড়ি থেকে ১০০ মিটার দূরে একটি পুকুরের মধ্যে তার দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। দেহের মধ্যে আঘাতের চিহ্ন আছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাতসকালে পুকুর থেকে উদ্ধার হয় নিখোঁজ তৃণমূল নেতার মৃতদেহ। আর এই নিয়েই শুরু হয়েছে ধুম ধুমার সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে পথে নামল তৃণমূল। হাওড়ার আমতার চাটরা-মোল্লাপাড়ার ঘটনা। মৃত লাল্টু মিদ্যা তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। প্রতিবাদে এদিন আমতা চন্দ্রপুর ফাঁড়ির সামনে আমতা-রানিহাটি রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। একঘণ্টা অবরোধ চলার পর, পুলিশ ও র‍্যাফ নামিয়ে পরিস্থিতি কোনভাবে নিয়ন্ত্রণে আনে। পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।