শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Amrit Bharat Station: অমৃত ভারত প্রকল্পের আওতায় দিনহাটা রেল স্টেশন

রিপোর্ট : প্রদীপ কুন্ডু , এই যুগ, কোচবিহার

অমৃত ভারত প্রকল্পের (Amrit bharat station) আওতায় সারা দেশের ৫০৮টি রেলস্টেশনকে পরিকাঠামোগতভাবে উন্নয়ন করা হবে। আর সেই তালিকায় রয়েছে দিনহাটা কোচবিহারের রেলস্টেশনও। রবিবার সেই কাজেরই ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বিধায়ক মালতী রাভা, আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম রাজেশ গুপ্তা সহ অন্যান্যরা।Amrit Bharat Station: অমৃত ভারত প্রকল্পের আওতায় দিনহাটা রেল স্টেশন

এডিআরএম রাজেশ গুপ্তা বলেন, ‘অমৃত ভারত প্রকল্পের আওতায় সারা দেশের ৫০৮ রেলস্টেশনকে নব রূপে সাজিয়ে তোলা হবে। আর সেই তালিকায় দিনহাটা স্টেশনও রয়েছে। খুব দ্রুতই দিনহাটা রেলস্টেশনের আধুনিকিকরণের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।‘ নিশীথ প্রামাণিক এদিন অমৃত ভারত প্রকল্পের আওতায় দিনহাটা স্টেশনকে যুক্ত করার জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, দিনহাটা স্টেশন থেকে একাধিক এক্সপ্রেস ট্রেন চালানোর পরিকল্পনা যেমন রয়েছে। তেমনই বাংলাদেশ হয়ে পুনরায় কলকাতা রেল যোগাযোগের ভাবনাও রয়েছে। দিনহাটা রেলস্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হলে সাধারণ মানুষ এর দ্বারা উপকৃত হবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।