আমতার ছাত্র নেতা আনিস খাঁনের কাকার ছেলের উপর হামলার অভিযোগ। মাথায় ধারালো অস্ত্রের কোপ। গুরুতর আহত সালমান খাঁন।সালমানের বাবা জালেম খাঁনের অভিযোগ রাত ১.৩০ নাগাদ বাড়ি থেকে বাথরুমে যাওয়ার সময় সালমানের অতর্কিতে হামলা ধারাল অস্ত্রের কোপ।অভিযোগের তীর তৃনমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।অভিযোগ এর আগেও সালমানের উপর হামলা অভিযোগ ওঠে আমতা থানায় অভিযোগ ও দায়ের হয়।সালমানের পরিবারের অভিযোগ গ্রামে পুলিশ পিকেটিং থাকার পরও এই হামলা দোষীদের শাস্তির দাবি পরিবারের। তবে এই নিয়ে তৃনমূলের এখন ও কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
Amta: আমতার ছাত্র নেতা আনিস খাঁনের কাকার ছেলের উপর হামলার অভিযোগ
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper