একটি গেঞ্জি কারখানার (AMTA) বিষাক্ত জলে এলাকার কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে ফি বছর। এমনকি ওই বিষাক্ত জল শবদাহের কাজে ও ব্যবহার করা যাচ্ছে না।এলাকায় দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়ে ও কোন সুরাহা না হওয়ায় অবশেষে মঙ্গলবার কারখানার গেটের সামনে ধরনা শুরু করলো ক্ষতিগ্রস্ত চাষীরা। শুধু তাই নয় ঘেরাও করে রেখেছে পুরো কারখানা চত্বর।ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতা থানার পূর্ব গাজীপুরে।তৈরী হয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে ঘটনাস্থলে আমতা থনার পুলিশ।
AMTA: গেঞ্জি কারখানার বিষাক্ত নিকাশী জলে ক্ষতিগ্রস্ত চাষীরা ,হাওড়ার আমতায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper