মুক্তিরচক গন ধর্ষন (AMTA)কান্ডে আট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো আমতা দেওয়ানী ও ফৌজদারি আদালত। (AMTA)জানা গিয়েছে বৃহস্পতিবার আমতা কোর্টের বিচারক রোহন সিনহা অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। এদিন ভরা এজলাসে তিনি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হল বলে জানান।তবে এই ঘটনায় আরো দুই অভিযুক্তকে বেকসুর খালাস দেন। উল্লেখ্য গত ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে আমতার মুক্তিরচক গ্রামের আলো নিভিয়ে এক গৃহবধূ ও তার শ্বাশুড়ি কে গনধর্ষন করা হয়।এই ঘটনায় পুলিশ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।একজন ইতিমধ্যেই মারা গিয়েছেন।একজন গুরুতর অসুস্থ। বৃহস্পতিবার দু জনকে বেকসুর খালাস দেন বিচারক। এদিন আদালত আটজনকে ৩২৩,৪৫০, এবং ৩৭৬ ডি ধারায় দোষী সাব্যস্ত করেন। উল্লেখ্য এই মামলায় ৪৯ জনের সাক্ষ্য নেওয়া হয় বলে জানিয়েছেন সরকারী আইনজীবী সিদ্ধার্থ মজুমদার।
AMTA: মুক্তিরচক গন ধর্ষন কান্ডে আট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো আমতা দেওয়ানী ও ফৌজদারি আদালত
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper