টলিপাড়ার জনপ্রিয় মুখ হলেন মধুমিতা(Madhumita Sarcar)। কাজ কিংবা ব্যক্তিগত জীবন দুই নিয়েই সবসময় খবরে থাকেন এই অভিনেত্রী (Madhumita Sarcar)।এরই মাঝে প্রায়শই ফোটোশ্যুট করতে দেখা যায় মধুমিতাকে। তাঁর আকর্ষণীয় চেহারা সোশ্যাল মিডিয়াতে সর্বদা ট্রেনডিং (Madhumita Sarcar)।
হাসপাতালে ভর্তি মধুমিতা
কিন্তু সকাল থেকে ভিন্ন কারণে খবরে মধুমিতা।তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের খাটে শুয়ে মধুমিতা। পরনে গোলাপী রঙের পোশাক। হাতে ফোটানো ইনজেকশন। চলছে স্যালাইন। চোখে রয়েছে মোটা প্রেমের চশমা। যা দেখে স্পষ্ট তিনি অসুস্থ। এই নিয়ে তোলপাড় শুরু হয়। তবে জানা গিয়েছে, অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য তিনি হাসপাতালে ভর্তি। নায়িকা জানিয়েছেন , কয়েকদিন ধরে পেটে তীব্র ব্যথা অনুভূত হচ্ছিল তার। শ্যুটিং-র মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরই হাসপাতালে ভর্তি হন । ইতিমধ্যেই অস্ত্রোপচার হয়ে গিয়েছে তার। অভিনেত্রী জানিয়েছেন, যে রক্তে সংক্রমণ বেড়ে হয়েছিল। তবে অপারেশনের পর তিনি এখন সুস্থ আছেন ।
ভেঙেছে দাম্পত্য জীবন
কিছুদিন (Madhumita Sarcar) আগেই মধুমিতার দাম্পত্য জীবন ভেঙেছে । কেরিয়ারের শুরুর দিকেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। টেলিভিশনের পরিচিত মুখ সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি । দাম্পত্য জীবনের শুরুর দিকে সুখের থাকলেও বর্তমানে রয়েছেন সমস্যায়। কেরিয়ারের সাফল্যের সঙ্গে তীক্ত হতে শুরু করে তাদের সম্পর্ক। সৌরভের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন মধুমিতা। একবার এক সাক্ষাৎকারে মধুমিতা বলেছিলেন, ‘খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলবার একটা আফসোস তো রয়েইছে। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে আমি কেরিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারতাম। আমি খুব রোম্যান্টির মানুষ। একদম খাদের কিনারায় না চলে যাওয়া পর্যন্ত সম্পর্কটা টিকিয়ে রাখব ভেবেছিলাম। এখন মনে হয় অনেক আগে বিয়েটা ভেঙে বেরিয়ে আসা উচিত ছিল।’ তবে ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছে তা জানা যায়নি। সম্পর্ক নিয়ে সে ভাবে মুখ খুলতে নারাজ দুজনে। বর্তমানে আলাদাই থাকেন তারা। যে যার কেরিয়ার নিয়ে ব্যস্ত।
চিনি ২ নিয়ে ব্যস্ত মধুমিতা
এদিকে, বর্তমানে চিনি ২ নিয়ে ব্যস্ত মধুমিতা। চলছে চিনি ২-র শ্যুটিং। এই ছবির কাজে সম্প্রতি গোয়া গিয়েছিলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মৈনাক ভৌমিক। এই ছবির কাজ নিয়েই আপাততঃ ব্যস্ত তিনি। এরই মাঝে ঘটল ব্যাঘাত। বর্তমানে তিনি অসুস্থ হয়েপরায় বন্ধ ছবির কাজ। জানা গিয়েছে, রবিবারই অস্ত্রোপচার হয়েছে তার। এখন রয়েছেন কঠিন নিয়মে। সুস্থ হয়ে ফিরবেন সেটে। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে তাঁর ভক্তরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper