Breaking News

Bally: বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Bally: বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের আজ দুপুর নাগাদ বালি (Bally) ব্রিজ থেকে এক যুবকের গঙ্গায় ঝাঁপ বালি ব্রিজের ওপর ওই যুবক ব্যাগ এবং জুতো রেখে গঙ্গায় ঝাঁপ মারে ঘটনাস্থলে বালি থানার পুলিশ গঙ্গায় ঝাঁপ মারার পর যুবক ডুবে গঙ্গায় যায়। এখনো তাকে উদ্ধার করা যায়নি গঙ্গায় তল্লাশি চালাচ্ছে রিভার পুলিশ এবং ছোট ছোট মাছ ধরার ডিঙ্গি নৌকা দিয়ে জেলেরা তল্লাশি চালাচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের পরিচয় এখনো সঠিক জানা যায়নি। কেন এবং কি জন্য তিনি গঙ্গায় ঝাঁপ দিলেন এটাই তদন্ত করে দেখছে বালি থানার পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।