ভাটপাড়ার প্রেমচাঁদনগরে বোমা ফেটে মৃত্যু হয়েছে এক বালকের। রেললাইনের ধারে লুকিয়ে রাখা বোমা বল ভেবে খেলতে গিয়েই এই বিপত্তি। ঘটনার তদন্তে নেমে ভাটপাড়া থানার পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে স্থানীয় যুবক শিবা চৌধুরী ওরফে কালু ওরফে ডনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাকিদের নাগাল পাবার চেষ্টা করছে।
Barrackpore: ভাটপাড়ায় বোমা কাণ্ডে ধৃত ১
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর