বৃহস্পতিবার সন্ধেয় বরানগর আলমবাজারে একটি কাগজ কারখানায় আচমকা আগুন লাগে। প্রচুর পরিমানে পিচবোর্ড মজুত থাকার ফলে কারখানার ভেতরে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুন দেখে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে ওই কারখানায় আগুন লাগলো, তা জানা যায়নি। এমনকি ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই ওই কাগজ কারখানায় আগুন লেগেছে।
Barrackpore: বরানগর আলমবাজারে কাগজ কারখানায় ভয়াবহ আগুন
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর