প্রতিবেশীকে নিয়ে চিকিৎসা করাতে এসে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে আক্রান্ত এক মহিলা। ওই মহিলাকে মারধোর করার অভিযোগ উঠেছে হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। মঙ্গলবার বেলার ঘটনা। এদিন বিকেলেই আক্রান্ত মহিলা কামারহাটি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে কামারহাটি থানার পুলিশ। জানা গিয়েছে, শ্যামনগর বটতলা এলাকার বাসিন্দা ৪৭ বছরের অঞ্জলি সিং প্রতিবেশী গৌতম পালকে নিয়ে এদিন বেলায় কামারহাটি সাগরদত্ত হাসপাতালে আসেন চিকিৎসা করাতে আসেন। সঙ্গে ছিলেন রোগীর স্ত্রী টুলু পালও। আক্রান্ত অঞ্জলি দেবী জানালেন, এমারজেন্সি বিভাগে তিনি গৌতম বাবুকে নিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। ওই বিভাগের সামনে দাঁড়িয়ে উঁকি দিয়ে দেখেছিলেন রোগীর স্ত্রী। অভিযোগ, কর্তব্যরত নিরাপত্তারক্ষী রোগীর বাবুর স্ত্রী টুলু দেবীকে চলে যেতে বলেন। চলে না গেলে লাথি মেরে সরিয়ে দেওয়ার হুমকি দেন ওই নিরাপত্তারক্ষী। এতেই ক্ষেপে গিয়ে ঘটনার প্রতিবাদ করেন অঞ্জলি দেবী। দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা চলাকালীন ওই নিরাপত্তারক্ষী তার ডান হাত সজোরে মুচকে দিয়ে টেনে বাইরে বের করে দেন বলে অভিযোগ। অঞ্জলি দেবীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন রোগীর স্ত্রী টুলু দেবীও। প্রতিবাদীর আক্ষেপ, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও, নিরাপদ নন মহিলারা। একজন মহিলাকে পুরুষ নিরাপত্তারক্ষী মারলেন। আর অনেকেই দাঁড়িয়ে সেটা দেখলেন। তাকে রক্ষা করতে কেউ এগিয়ে এলেন না। ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করলেন আক্রান্ত অঞ্জলি দেবী।
Barrackpore: কামারহাটি সাগরদত্ত হাসপাতালে রোগীর সঙ্গিনীকে মারধোর করার অভিযোগ উঠল এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper