Breaking News

Barrackpore: সেবা পক্ষকাল পালনে পড়ুয়াদের হাতে পেন-মিষ্টি তুলে দিলেন বিজেপি নেতা কুন্দন সিং

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Barrackpore: সেবা পক্ষকাল পালনে পড়ুয়াদের হাতে পেন-মিষ্টি তুলে দিলেন বিজেপি নেতা কুন্দন সিং প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত ”সেবা পক্ষকাল’ পালনের ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে সোমবার গারুলিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জুটমিল লাইনে সারদা প্রাথমিক বিদ্যালয়ে ২০০ পড়ুয়ার হাতে পেন ও মিষ্টি তুলে দিলেন বিজেপির যুব মোর্চা নেতা কুন্দন সিং। ‘সেবা পক্ষকালে’র তালিকায় আছে রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির, বৃক্ষরোপন ও স্বচ্ছতা অভিযান-সহ অন্যান্য কর্মসূচিও দলের পক্ষ থেকে আয়োজন করা হবে বলে জানালেন গেরুয়া শিবিরের যুব নেতা কুন্দন সিং।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।