ভ্রাতৃদ্বিতীয়ার দিন বৃহস্পতিবার নৈহাটির নিষিদ্ধ পল্লীতে অনুষ্ঠিত হল বোন ফোঁটা। আয়োজক নৈহাটির নারী শক্তি সংগঠন। প্রসঙ্গত, সোনাগাছির বোনেদের নিয়ে ২০১৮ সালে শুরু হয়েছিল বোন ফোঁটা উৎসব। এদিন নৈহাটির “নারী শক্তি ” নিষিদ্ধ পল্লীর মহিলাদের ঐক্যবদ্ধ করে বোন ফোঁটা উৎসব পালন করলো। নারী শক্তির এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন নিষিদ্ধ পল্লির যৌন কর্মীরা।
Barrackpore: নৈহাটির নিষিদ্ধ পল্লীতে নারীশক্তির ভাইফোঁটা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর