মঙ্গলবার জলপাইগুড়িতে (Left Front)বিডিও অফিস অভিযান ও ডেপুটেশন দিল বামফ্রন্ট। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে এই অভিযান। এর মধ্যে বিশেষ কয়েকটি হল,দুর্নীতির বিরুদ্ধে দ্রুত উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করতে হবে।রাজ্যবাসিকে আইনি প্রাপ্য দিতে হবে!একশদিনের কাজের বকেয়া মজুরি।বৃদ্দ্ধ, বিধবা ভাতা সঠিক ও সময়মতো প্রদান করতে হবে! প্যান -আধার লিঙ্কের ১০০০ টাকা ফাইন প্রত্যাহার। বাম নেতৃত্ব জানায় যদি এই দাবি গুলি না মানা হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।
Left Front: বামফ্রন্টের ডাকে জলপাইগুড়িতে বিডিও অফিস অভিযান ও ডেপুটেশন
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি