Breaking News

Belur Howrah: বেলুড়ের জগন্নাথ ঘাটে বানের ধাক্কায় ভেসে গেল যুবক

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Belur Howrah: বেলুড়ের জগন্নাথ ঘাটে বানের ধাক্কায় ভেসে গেল যুবক বেলুড়ের জগন্নাথ ঘাটে বানের ধাক্কায় ভেসে গেল এক কুড়ি বছরের যুবক। শাহিদ আলী নামের এই ছেলেটি স্থানীয় জয় বিবি লেনের ভোট বাগানের বাসিন্দা। বান আসার সময় ঘাটের একদম ধারে দাঁড়িয়ে সে বানের ভিডিও করছিল। ভরা বর্ষায় বানের তীব্রতা সম্বন্ধে তার ধারণা ছিল না। আচমকায় বিশালাকায় বান তাকে ধাক্কা মেরে ভাসিয়ে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে জলে তলিয়ে যায়। স্থানীয় এক যুবক ঝাঁপ মেরে বাঁচাবার চেষ্টা করলেও পারেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।