শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Belur Math: জন্মাষ্টমীর দিনে বেলুড় মঠে কাঠামো পুজো

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Belur Math: জন্মাষ্টমীর দিনে বেলুড় মঠে কাঠামো পুজো আজ শুভ জন্মাষ্টমীর (Belur Math) দিনে বেলুড় মঠে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে কাঠামো পুজোর আয়োজন হল। সকাল সাড়ে সাতটার সময় মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের ডানদিকে কাঠামো পুজোর শুরু হয় ।কাঠামোটি ফুল দিয়ে সুসজ্জিত ভাবে সাজিয়ে পুজো শুরু হয়। সন্ন্যাসী মহারাজরা এই পুজোয় নিযুক্ত আছে। স্বামী বিবেকানন্দের হাত ধরেই বেলুড় মঠে দুর্গোৎসব সূচনা হয়। বেলুড়মঠে দুর্গাপুজোর ঢাকের কাঠি পড়ল আজ থেকে। এই কাঠামো পূজাকে কেন্দ্র করে বেলুড় মঠের ভক্ত সমাগম চোখে পড়ার মতো। বলা যেতেই পারে, বাঙালির দুর্গোৎসব আসন্ন এই কাঠামো পুজোকে কেন্দ্র করে বেলুড় অঞ্চলে বিভিন্ন পূজা কমিটি গুলিতে শুরু হয়ে গেল দুর্গোৎসবের তোর জোর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।