শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

siliguri: বেআইনি দখলদারদের বিরুদ্ধে লাগাতার অভিযান শিলিগুড়ি পুরনিগমের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: বেআইনি দখলদারদের বিরুদ্ধে লাগাতার অভিযান শিলিগুড়ি পুরনিগমের বেআইনি দখলদারদের (siliguri) বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুরনিগম।রাস্তা এবং ফুটপাত দখল করে দোকান কোন ভাবেই বরদাস্ত করা হবে না। সাফ কথা শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের। পাশাপাশি বহুতল নির্মাণের ক্ষেত্রেও বিল্ডিং প্ল্যান না মানলেই চলবে বুলডোজার। শিলিগুড়ি নিগমের তরফের শহরের ৪৭ টি ওয়ার্ডেই চলছে বেআইনি নির্মাণ হটাও অভিযান। কোথাও ভেঙে ফেলা হচ্ছে বহুতল নির্মাণ, কোথাও চলছে পথে ও ফুটপাতে থাকা দোকান গুমটি উচ্ছেদ অভিযান। শুধু তাই নয় টোটো চলাচলেও আনা হয়েছে নানান্ন বিধীনিষেধ।যানবাহন চলাচল মসৃণ করতেই এই উদ্যোগ শিলিগুড়ি পুরনিগম। দার্জিলিং মোড় থেকে কোট মোড়, চম্পাশাড়ি থেকে প্রধাননগর, সবদিকেই চলছে উচ্ছেদ অভিযান। বুলডোজার নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছেন শিলিগুড়ি নিগমের কর্মীরা। কোথাও অবৈধ নির্মাণ বা পথঘাট দখল দেখলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। শনিবার সকালে শিলিগুড়ি টিকিয়াপাড়া এলাকাতে চলল উচ্ছেদ অভিযান। যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়ন ছিল শিলিগুড়ি থানার পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।