জগদ্দল থানার ভাটপাড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের শ্যামনগর নতুনগ্রাম এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, গেটের তালা ভেঙে ও দরজা ভেঙে দুষ্কৃতীরা আলমারি থেকে নগদ ৩০ হাজার টাকা ও পাঁচ ভরি গহনা লুঠ করেছে। গৃহকর্তা শঙ্কর ভট্টের দাবি, ঘটনায় পরিচিত কেউ জড়িত। কারন, সম্পত্তির নথিপত্র লুঠ করার ছিল দুষ্কৃতীদের মূল উদ্দেশ্য। জানা গিয়েছে, শঙ্কর বাবুর শ্বশুর পুজোর নবমীর দিন মারা গিয়েছেন। আর শ্বাশুড়ি এক বছর আগে মারা গিয়েছেন। গত একবছর ধরে পরিবার নিয়ে শ্বশুরবাড়িতেই থাকছেন শঙ্কর ভট্ট। অভিযোগের ভিত্তিতে চুরির ঘটনার তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ।
Bhatpara: গৃহকর্তার অনুপস্থিতিতে চুরি জগদ্দলের নতুনগ্রামে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper