রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। এরই প্রতিবাদে রবিবার বেলায় ভাটপাড়া থানায় বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। বিক্ষোভ শেষে তারা থানায় স্মারকলিপি জমা দেন। এদিনের বিক্ষোভ থেকে তারা কারা প্রতিমন্ত্রীর গ্রেপ্তারের দাবি তুললেন। একই ইস্যুতে এদিন টিটাগড় থানায়ও বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। বিক্ষোভের নেতৃত্ব দিলেন ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি। বিক্ষোভ শেষে মন্ত্রীর গ্রেপ্তার ও মন্ত্রিত্ব থেকে অপসারনের দাবিতে তারা থানায় স্মারকলিপি জমা দিলেন।
BJP Barrackpore: অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ভাটপাড়া ও টিটাগড় থানায় বিজেপির বিক্ষোভ
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper