গতকাল হাওড়া সংশোধনাগার (Corruption)থেকে পস্ক কো আইনের এক আসামিকে সংশোধনাগার থেকে রিলিজ করার জন্য হাওড়া আদালতের মুহুরী বলে পরিচয় দিয়ে অমিত দেবনাথ নামে হাওড়া বাকসারার বাসিন্দা হাওড়া আদালতের সরকারি বিচারকের সই করা ও সিলমোহর দেওয়া আদেশ নামা জমা করেন সংশোধনাগারে ।
কিন্তু ওই আদেশ নামা দেখে সংশোধনাগারের কর্মীদের সন্দেহ হয় ,তখন তারা বিষয়টি সংশোধনাগারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়ে গেলে তারা তদন্ত শুরু করেন (Corruption)।তদন্ত ধরা পড়ে সেটি ভুয়ো । (Corruption)তখন সংশোধনাগারের তরফ থেকে হাওড়া থানা কে খবর দেওয়া হলে হাওড়া থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন । আজ ২৬ /4/2023 তারিখে ওই ব্যক্তিকে হাওড়া আদালতে তোলা হয় ।এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়া আদালতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।হাওড়া আদালতে থাকা মানুষজনেরা বলতে থাকেন এত দুর্নীতি দেখছি এখন এই দুর্নীতি ও দেখতে হবে যে আদালতের বিচারকের সই এবং সিলমোহর জালিয়াতি ।সেটা আমরা স্বপ্নে ভাবি না ভাবতে পারিনি ।এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের আদালতের উপর থেকেও ভরসা উঠে যাবে বলে জানালেন আদালতে কর্মরত মানুষজনেরা ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper